ইংরেজ শাসনামলে ভারতের রাজধনী দিল্লী হতে বাংলাদেশে আগমন কররেন কালমি বাবা খ্যাত পীর । তার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সাধানর মানুষদের মাঝে ইসলাম ধর্মের অনভুতি তরান্নিত করা। তার পর থেকে এখানকার মানুষদের সীমা স-শ্রদ্ধ সম্মন আর ভালবাসা টানে তিনি এখানে অবস্থান করা সিদ্ধান্ত গ্রহন করেন। তার পর থেকে বংশানুক্রমে তার যোগ্য সন্তান এবং অবর্তমানে তাঁর নাতী এখানকর পীরত্ব গ্রহন করেন। বর্তমানে বাংলাদেশের প্রয় সব জেলাতেই তার মুরীদ শীশ্য লক্ষ করা যায়। প্রতি বছর ফাগুন মাসে এখানে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে। এত বড় ওরশ উত্তর বঙ্গে অর কোন স্থানে পরিলক্ষিত হয়না।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS